• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

ওমানের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৯, ১৩:২৯
Bangladesh vs oman
ছবি- সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। মাসকাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

তিন ম্যাচের দুটি হার ও একটি ড্রতে ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। এ ম্যাচে হার বাছাইপর্ব পেরোনোর আশার সমাধি রচনা করবে বেঙ্গল টাইগারদের।

তাই কন্ডিশনের সঙ্গে মানাতে দশদিন আগেই মাসকাটে পা রাখে জেমি ডে’র শিষ্যরা।

পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য থাকলেও কাজটি সহজ হবে না সেটা জেনেই সতীর্থদের সতর্ক করেছেন দলপতি জামাল ভূঁইয়া।

ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ওমান শক্তিশালী প্রতিপক্ষ। তারা খুবই গোছালো এবং গোল করার মতো দলে ভালো ফুটবলার রয়েছে। আমাদের কাজ হবে তাদের গোল করতে না দেয়া।’

তিন ম্যাচে দুই জয় ও এক হারে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ওমান। তাদেরও লক্ষ্য পূর্ণ পয়েন্ট নিয়ে তৃতীয়-চতুর্থ স্থানধারীদের থেকে পার্থক্য বাড়িয়ে নেয়া।

ওমানের বিপক্ষে বাংলাদেশ দল

গোলরক্ষক

আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল), শহীদুল আলম সোহেল (আবাহনী), আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস)
রক্ষণভাগ

টুটুল হোসেন বাদশা (আবাহনী), বিশ্বনাথ ঘোষ (শেখ রাসেল), ইয়াসিন খান (শেখ জামাল), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং), ইয়াসিন আরাফাত (সাইফ স্পোর্টিং), রায়হান হাসান (আবাহনী)

মধ্যমাঠ

সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং), রবিউল হাসান (আরামবাগ), মামুনুল ইসলাম (আবাহনী), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), বিপলু আহমেদ (শেখ রাসেল), সাদ উদ্দিন (আবাহনী)

আক্রমণভাগ

নাবিব নেওয়াজ জীবন (আবাহনী), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), আরিফুর রহমান (আরামবাগ), তৌহিদুল আলম সবুজ (বসুন্ধরা কিংস), রকিব হোসেন (রহমতগঞ্জ)

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধে আর্জেন্টাইন ক্লাবকে ফিফার নির্দেশ
৩৫ বছর আগে ববির মতো মদের গ্লাস মাথায় নিয়ে নেচেছেন রেখা
ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত
জামালপুরে উল্টে গেল কয়লাভর্তি ট্রাক, নিহত ১
X
Fresh