• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক ম্যাচের উদ্বোধন: অপেক্ষা বাড়ল বরিশালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ অক্টোবর ২০১৯, ১২:৪১
Shaheed abdur rab serniabat stadium
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম

বৃষ্টির কারণে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গড়ায়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের টেস্টের প্রথম দিন।

শুক্রবার দিনভর ৪২ মিলিমিটার এবং আজ ১৬ মিলিমিটার বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়লে উদ্বোধনী অনুষ্ঠানও হয়নি। গড়ায়নি প্রথম দিনের খেলাও।

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এদিকে বৃষ্টির কারণে মাঠ ও আউট ফিল্ড অনুশীলনের অনুপযোগী হওয়ায় কোনও দলেরই অনুশীলনের জন্য মাঠে নামতে পারেনি।

সফরে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে লঙ্কানরা। আগামী ২ নভেম্বর দ্বিতীয় টেস্ট আয়োজন হবে খুলনার শেখ আবু নাসের চৌধুরী স্টেডিয়ামে। একই মাঠে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবারা।

ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে দল দুটি।

আরো পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়েও পারলো না লিটনকে ফর্মে ফেরাতে!
টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল বলতে কিছু নেই’
X
Fresh