logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

স্পেনের হোঁচট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ অক্টোবর ২০১৯, ০৯:৫৭
স্পেনের হোঁচট
স্পেনের হোঁচট
যোগ করা সময়ে গোল হজম করে নরওয়ের বিপক্ষে জেতা হলো না স্পেনের। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। স্পেনের হয়ে নিজের ১৬৮তম ম্যাচে খেলতে নেমে সের্হিও রামোস ছাড়িয়ে যান সর্বোচ্চ ম্যাচ খেলা ইকের ক্যাসিয়াসকে। রামোসের রেকর্ড গড়া এই ম্যাচে জিততে পারলেই ইউরো ২০২০ সালের মূল পর্বে উঠে যেতো স্পেন। 

প্রথমার্ধে গোলশূন্য ড্র’র পর ৪৭ মিনিটে স্পেনকে লিড এনে দেন সাউল নিগেস। এই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে নরওয়েকে সমতায় ফেরান জশুয়া কিং। 

এই গোলে টানা ছয় জয়ের পর প্রথমবার পয়েন্ট হারালো টেবিলের শীর্ষে থাকা স্পেন। 

এদিকে অপর ম্যাচে মাল্টাকে ৪-০ গোলে হারিয়েছে সুইডেন।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়