• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির অবসর, মুস্তাফিজকে বাদ দেবার খবর গুজব

অরণ্য গফুর

  ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:৪৮

একইসঙ্গে কয়েকটি গণমাধ্যমে আসা টি-২০ ক্রিকেট থেকে মাশরাফির অবসর এবং মুস্তাফিজকে দল থেকে বাদ দেবার আভাস গুজব বলে উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টানা দু’বছর নিজেদের সেরা ক্রিকেট খেলার পর নিউজিল্যান্ড সফরে হঠাৎ এলোমেলো টাইগাররা। ব্যাটিংয়ে ভালো করলে, বোলিং বাজে আবার বোলিংয়ে ভালো করলে, যাচ্ছেতাই ফিল্ডিংয়ের কারণে ওয়ানডে ও টি-২০তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এতে সমর্থকদের মতো হতাশ বিসিবি সভাপতিও। কিন্তু হারার কারণে নয়, টাইগারদের খেলার ধরনে অখুশি তিনি।

ব্যর্থতার কারণে বাতাসে ভাসছে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়া, কোচের সঙ্গে খেলোয়াড়দের শীতল সম্পর্ক, এমনকি মাশরাফির অবসর প্রসঙ্গও। এসব নিয়ে বিরক্ত পাপন। আর মুস্তাফিজের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি।

ব্যস্ত সূচির এ বছরে ১টি জয়ে বাংলাদেশ আবার আত্মবিশ্বাসী হবে বলেও বিশ্বাস নাজমুল হাসান পাপনের। এপ্রিলে সেরা দু’দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার সম্ভাবনাও জানান তিনি।

এদিকে, আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। আর টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে ১০ম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh