• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

কন্ডিশনের ফায়দা নিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২১
taijul islam
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে এক মাত্র টেস্টে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। বৃহস্পতিবার সকালে ব্যাট হাতে সাবধানী শুরু করে আফগানরা। স্পিন সহায়ক এই উইকেটে কোনও পেসার ছাড়াই মাঠে নেমেছে টাইগাররা। সফরকারী ব্যাটসম্যানদের সুবিধা করতে দিচ্ছেন না স্বাগতিক স্পিনাররা। লাঞ্চ বিরতির আগেই ৩ উইকেট হারিয়েছে রশিদ খানের দল। ৩২.৪ ওভারে ৭৭ রান সংগ্রহ করতে পেরেছে আফগানরা।

দলীয় ১৯ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন ইহসানুল্লাহ জানাত। তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ১০০ উইকেট দখলের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। মাঠ ছাড়ার আগে ৩৬ বলে ৯ রান সংগ্রহ করেন জানাত।

এরপর রহমত শাহকে সঙ্গে নিয়ে সাবধানী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান। তাকেও সাজ ঘরের পথ দেখান বাম-হাতি স্পিনার তাইজুল। দলীয় ৪৮ রানে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬৯ বলে ২১ রান করেন ইব্রাহিম।

লাঞ্চ বিরতির আগে মাহমুদউল্লাহ’র বলে মাঠ ছাড়তে বাধ্য হন হাশমতউল্লাহ শহিদি। ৩২ বলে ১৪ রান করে স্লিপে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

আফগানিস্তান স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, ইয়ামিন আহমাদজাই, জহির খান ও কাইস আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়েও পারলো না লিটনকে ফর্মে ফেরাতে!
টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল বলতে কিছু নেই’
X
Fresh