logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

বদলি খেলোয়াড়ের নিয়ম পাস হলো আইসিসিতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ জুলাই ২০১৯, ১৫:০৭ | আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৫:১০
আইসিসি
ছবি- সংগৃহীত
ক্রিকেটের সব সংস্করণে বদলি খেলোয়াড়ের আইন পাস করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আসন্ন অ্যাশেজ সিরিজ থেকেই কার্যকর হবে এই নিয়ম। গত ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ওপেনার ফিলিপ হিউজ মাথায় আঘাত পেয়ে মারা যান। এর পরই মূলত এই নিয়ম নিয়ে কথা ওঠে।

এই নিয়ম পাস করার আগে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা চালায় আইসিসি। তারই ধারা অনুযায়ী ১ আগস্ট থেকে শুরু হওয়া অ্যাশেজে চালু হচ্ছে এই নিয়ম। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ২০১৯-২০২১ মেয়াদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

টেস্ট ম্যাচে এমন আইন চালুর কথা শোনা গেলেও আইসিসি সব ফরম্যাটেই চালু করল এই আইন।

বৃহস্পতিবার আইসিসির বার্ষিক সভা শেষে জানানো হয়, বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত চালু থাকবে এবং সেটি নেবেন দলের চিকিৎসা প্রতিনিধি। বদলি খেলোয়াড়কে অভিন্ন হতে হবে এবং ম্যাচ রেফারির অনুমোদন লাগবে।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও হাশিম আমলা ও উসমান খাজা আঘাত পান মাথায়। এরপর আরও জোরালো হতে থাকে এই নিয়ম চালুর পক্ষে মত।

বদলি খেলোয়াড় নামানোর নিয়ম শুধু ছেলেদের ক্রিকেটেই নয়, মেয়েদের ক্রিকেটেও সব সংস্করণেই চালু থাকবে।

এমআর/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়