• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

কিউইদের চোখ রাঙাচ্ছে পাকিস্তানি বোলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি

  ২৬ জুন ২০১৯, ১৮:৫১
কিউইদের চোখ রাঙাচ্ছে পাকিস্তানি বোলাররা

কিউইদের বিপক্ষে হারা যাবে না, হারলেই স্বপ্ন ভাঙবে সেমিফাইনালের। এমন বাঁচা-মরার ম্যাচে মাঠে নামার পর পাকিস্তানি দলকে দেখা যায় অন্যরকম। এক চুলও ছাড়ছে না পাকিস্তানি বোলাররা। খেলার শুরু থেকেই বোলাররা উত্তাপ ছড়াচ্ছে ব্ল্যাক-ক্যাপসদের বিপক্ষে। এ যেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের উইকেটে টিকে থাকা দায়।

এদিকে এক পা সেমিতে দিয়ে রেখেছে কিউইরা। আজ হারলেও কিউইদের বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। এজবাস্টনে শুরু থেকেই নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেয় মোহাম্মদ আমির এবং শাহিন শাহ আফ্রিদিরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩০ ওভারে ৯৫ রান। উইকেট হারিয়েছে ৫টি।

এদিকে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। কিউইদের হারালে পাকিস্তান সেমিফাইনালের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। কিউইদের বিপক্ষে পাকিস্তান হারলে তাদের সেমির স্বপ্ন সুতোর ওপর ঝুলবে। বাংলাদেশ ক্রিকেট ভক্তরা তাই পাকিস্তানের হার কামনা করছে এ ম্যাচে।

৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দুইয়ে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh