logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

দানে দানে সাত দান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ মে ২০১৯, ০২:২৪ | আপডেট : ১৮ মে ২০১৯, ০৮:৪১
ছবি-সংগৃহীত
২০০৯ সালে প্রথমবারের মতো ফাইনালে গিয়ে হার নিয়ে ফিরতে হয় বাংলাদেশকে। শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের বিপক্ষে ওই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টাইগারদের জয় প্রায় নিশ্চিত ছিল। যদিও শেষদিকে মুত্তিয়া মুরালিধরনের ১৬ বলে ৩৩ রানের ইনিংসটি সব লণ্ড-ভণ্ড করে দেয়। বাংলাদেশকে ২ উইকেটে হারতে হয় লঙ্কানদের কাছে।

bestelectronics
প্রায় ৯ বছর পর একই প্রতিপক্ষ। জিম্বাবুয়ে ছিটকে পড়লে ২০১৮ সালে ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে ফের ফাইনালে হারতে হয়।

একই বছর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতেও সম্ভাবনা জাগিয়ে ফাইনাল ম্যাচের শেষ বলে হেরে যায় ভারতের কাছে।

তাছাড়া ২০১২, ২০১৬, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা হাত ছাড়ার আক্ষেপটিতো রয়েছিলই।

ছয়বার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত হবার দুঃখ হয়তো ভুলবেনা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। তবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখবেন মোসাদ্দেক হোসেন সৈকত ঠিকই। তার সঙ্গে টাইগার ভক্তদের কাছে স্মরণীয় থাকবে এই নামটি। কারণ নিজেদের সপ্তম ফাইনালে এসে জয় পেয়েছে বাংলাদেশ।

২৪ বলে ৫২ রানের এই ইনিংসটি যে ডাবলিংয়ের আকাশ থেকেও অনেক বেশি মেঘলা করে দিয়েছে জেসন হোল্ডারের সব পরিকল্পনায়। ডান-হাতি এই ব্যাটসম্যানের ৫টি ছক্কা আর দুটি চার শেষ পর্যন্ত বাংলাদেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে।

বৃষ্টি আইনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জয়ের মাধ্যমে টাইগারদের এনে দিয়েছে বহুল প্রতিক্ষিত সেই শিরোপাটি। 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ 

১৫২/১, ২৪ ওভার

বাংলাদেশ

২১৩/৫

২২.৫ ওভার

টার্গেট ২১০

ফলাফল

বৃষ্টি আইনে বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

ওয়াই

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়