• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

সুস্থ জাতি গঠনে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০১৯, ১৭:০৩

শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ জাতি গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। বলেছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তার ভাষণে উপস্থিত ক্রীড়ামোদী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মানবিক গুণাবলী সম্পন্ন সুশৃঙ্খল দেশ ও জাতি গঠনের গুরুত্ব আলোকপাত করে বলেন, বর্তমান সরকার উন্নত সমৃদ্ধ মানব সম্পদ তৈরীর লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার বিষয়টি বাধ্যতামূলক করেছেন।

জাহিদ আহসান রাসেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের আহবান জানান।

তিনি বলেন, সুস্থ সংস্কৃতির চর্চার মধ্যে দিয়ে সমাজ থেকে মাদক জঙ্গীবাদের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব।

ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. গনেশ চন্দ্র সাহা ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh