• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

অধিনায়কত্বে চমক রাজশাহী কিংসের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৯, ১৭:১৮

শাহরিয়ার নাফিস, সৌম্য সরকার, মুমিনুল হক কিংবা পাকিস্তানি সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞদের রেখে অধিনায়কের নাম ঘোষণায় চমক দিয়েছে রাজশাহী কিংস। এতসব অভিজ্ঞদের রেখে অধিনায়কত্বের ভার তুলে দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের কাঁধে!

মিরাজের অধিনায়কত্বের শুরুটা অনূর্ধ্ব-১৯ দল দিয়ে। বলা হয়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সফল অধিনায়ক। এরপরই তাঁকে নিয়ে ভাবতে শুরু করেছে দেশের ক্রিকেট। সেভাবেই গড়ে তোলা হচ্ছে এই ডানহাতি-অলরাউন্ডারকে।

সেই পালে এবার হাওয়া দিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। আসন্ন বিপিএলে মিরাজের নেতৃত্বে খেলবে দলটি।

মিরাজের সহ-অধিনায়কের নামও ঘোষণা করা হয় আজ। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার থাকছেন মিরাজের ডেপুটি হিসেবে।

দলের কোচ নিয়োগ দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে।

রাজশাহী কিংস
মুস্তাফিজুর রহমান (আইকন), মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, শাহ্‌রিয়ার নাফিজ, মোহাম্মদ হাফিজ, ক্রিস্টিয়ান জাঙ্কার, ইসুরু উদানা, লরি ইভেনস, রায়ান টেন ডেসকাট, কাইস আহমেদ ও সেকুগে প্রশন্ন।

আগামী ৫ নভেম্বর দুপুরে পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসর।

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh