• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

ক্রিকেটকে বিদায় রাজিন সালেহ'র

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৮, ১৮:৪৫

দেশের ক্রিকেটে অবসর ঘোষণার জন্য এর চেয়ে ভালো মঞ্চ হয়তো পাওয়াটা খুব দুষ্কর। ঠিক সেই মঞ্চটাই বেছে নিলেন বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের কাণ্ডারি রাজিন সালেহ।

নিজের জন্মভূমি সিলেটের ঐতিহাসিক টেস্ট ময়দানেই নিজের পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক টেস্টকে ঘিরে এমনিতেই সাজ সাজ রব ছিল গোটা সিলেট জুড়ে। সিলেট ক্রীড়া সংস্থা থেকে সাবেক ক্রিকেটার যারা সিলেটের হয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। এই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হন রাজিন সালেহ ও এনামুল হক জুনিয়র।

যদিও আগে থেকেই জানা ছিল রাজিন সালেহ’র অবসরের খবর। আজ মাঠে এসে অবসরের ঘোষণা দেন রাজিন সালেহ। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। ধন্যবাদ জানান সকল দর্শক ও সংবাদকর্মীদের।

আগামী ৫ নভেম্বর কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি।

বিদায় বেলায় রাজিন সালেহ বলেন, আপনারা সবাই আমাকে সমর্থন দিয়েছেন, ক্রীড়া সাংবাদিকদের লেখনিতেই আমি রাজিন সালেহ হয়েছি। আমার পরিবার, বন্ধু স্বজনসহ সমর্থকদের জন্যই আমি আজকের রাজিন সালেহ। এনসিএলের ম্যাচ দিয়ে আমি প্রতিযোগিতা মূলক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। তবে ক্রিকেট থেকে অবসরে গেলেও ক্রিকেটের সঙ্গেই থাকব।

২০০৩ সালে আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন রাজিন সালেহ। সে বছরেই সেপ্টেম্বরে ওয়ানডে অভিষেক হয় তার। ২৪ টেস্টে ৩৫.৮৫ গড়ে ১১৪১ রান ও ৪৩ ওয়ানডেতে এক সেঞ্চুরি নিয়ে ১০০৫ রান করেন সিলেটের এই ক্রিকেটার।


আরও পড়ুন :

এস/এমআর

হঠাৎ মাঠে প্রবেশ ক্ষুদে ভক্তের, জড়িয়ে ধরল মুশফিককে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
X
Fresh