logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

সেন্ট কিটসে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ আগস্ট ২০১৮, ০৮:৪৭ | আপডেট : ০১ আগস্ট ২০১৮, ০৯:৩৭
টেস্ট সিরিজ হারিয়ে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজে জয়ের পর টি-টোয়েন্টি মিশনে সেন্ট কিটসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সামনে বাংলাদেশ ১৪৪ রানের লক্ষ্যমাত্র দাঁড় করায়। বিরতি শেষে এখন ক্যারিবীয়রা ব্যাটিংয়ে নামার কথা থাকলেও বৃষ্টির বাগড়া দেয়ায় আপাতত খেলা বন্ধ রয়েছে। 

এর আগে বুধবার তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটি সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বাসেটেরে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। 

কিন্তু ব্যাটসম্যানরা তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে ব্যর্থ হন। ইনিংসের প্রথম বলেই ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা তামিম কোনও রান না করেই ফিরে যান। দলীয় পাঁচ রানে তার দেখানো পথে হাঁটেন অনেকদিন পর দলে ফেরা সৌম্য। যদিও তাকে দলে ফেরানো নিয়ে ছিল বিস্তর সমালোচনা। কিন্তু সুযোগ পেয়েও তিনি এদিন ছিলেন ব্যর্থ। 

দলীয় ৪৩ রানে তৃতীয় উইকেট হিসেবে লিটন দাস ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। সে চাপটা আরও বাড়িয়ে দেন অধিনায়ক সাকিব আল হাসান পরের বলেই বিদায় নিয়ে। এরপর মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে লড়াইয়ের আভাস দিলেও তা ভেস্তে দেন কেসরিক উইলিয়ামস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করে কেসরিকের স্লো বল না বুঝে বোল্ড হয়ে ফিরেন মাহমুদুল্লাহ। 

শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড় করায় ১৪৪ রান। ক্যারিবীয়দের হয়ে কেসরিক ৪টি, নার্স ও পাওল ২টি এবং রাসেল ১টি উইকেট লাভ করেন।

এএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়