• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

অবশেষে মাঠে নামছে নেইমার, দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ১২:২০
নেইমার
ছবি-এএফপি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর নেইমার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনও মাঠে ফেরা হয়নি তার। তবে এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নেইমারের। আজই মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

মাঠে ফেরা প্রসঙ্গে ভিডিওতে নেইমার বলেন, কেউ একজন ফিরে আসছে। আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর, আমি আবার মাঠে ফিরছি।

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় আল-আইনের বিপক্ষে খেলবে নেই-মারের দল আল হিলাল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরবেন এই তারকা ফুটবলার।

গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সেই সময় ইনজুরির কারণে মাঠে নামতে দেরি হয় তার। তবে আল হিলালের হয়ে অভিষেকের পর মাত্র ৫ ম্যাচ খেলেই আবারও ইনজুরিতে পড়েন ৩২ বছর বয়সী এই তারকা।

সম্প্রতি এনআর স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে চোট প্রসঙ্গে নেইমার বলেন, আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো ফুটবল খেলা। প্রতিদিন যখন আমি খেলতে পারি না, সেটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। এই দূরত্বই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।’ অবশেষে সেই কষ্টও দূর হচ্ছে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
ব্রাজিল বিশ্বকাপ শুরুর সময় নির্ধারণ করল ফিফা
ক্লাব বিশ্বকাপে নেইমারের মুখোমুখি ভিনিসিয়ুস, মেসির প্রতিপক্ষ কারা?
সিংহাসনে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?