বিশ্বকাপ সেরার একাদশে জায়গা পেলেন জ্যোতি
নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আর এই ফাইনালের আগে চলতি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে জায়গা পেয়েছেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিশ্বকাপে ৩৪ গড়ে রান তুলেছেন জ্যোতি। স্ট্যাম্পের পেছনে নিজের কাজটাও ঠিকভাবেই করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরার স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন চারজন। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন তিনজন। অস্ট্রেলিয়ার নারী দল থেকে জায়গা পেয়েছেন দুজন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছেনে একজন করে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপের একাদশ
লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লিমার, মারিজানে কাপ, দিয়ান্দ্রা দোতিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেল সাদারল্যান্ড, ইডেন কার্সন, মেগান শ্যুট ও ননকুলুলেকো এমলাবা।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন