• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতকে হারাতে নিউজিল্যান্ডের লাগবে ১০৭ রান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১৯:২৬
সংগৃহীত ছবি

বেঙ্গালুরুতে নিজের মাঠেই প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে টেস্টে লজ্জার রেকর্ড গড়ে ভারত। তবে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের মাধ্যমে নিউজিল্যান্ডের ৩৫৬ রান টপকে ৪৬২ রান করেছে রোহিতরা। জয়ের জন্য কিউইদের প্রয়োজন ১০৭ রান।

ম্যাচের প্রথম ইনিংসে ৪০২ রান করেছিল নিউজিল্যান্ড। শুক্রবার তাদের অলআউট করে বড় স্কোরে ভিত গড়ে দেয় ভারতীয় টপ অর্ডার। বিরাট কোহলি ও সরফরাজ খানের দুর্দান্ত জুটিতে এগিয়ে চলতে থাকে ভারত। ব্যক্তিগত ৭০ রানে আউট হন কোহলি। তিনি সেঞ্চুরি মিস করলেও তা মিস করেননি সরফরাজ খান। শনিবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ভারতের এই নবাগত ব্যাটার। ১৯৫ বলে ১৮ চার ৩ ছক্কায় ১৫০ রানের ঝলমলে ইনিংস খেলে টিম সাউদির শিকার হন তিনি।

এরপর ব্যাটে এসে কিউই বোলারদের শাসন করতে থাকেন রিশাভ পান্ত। তবে তার দুর্ভাগ্য ১০৫ বলে ৯ চার ৫ ছক্কায় ৯৯ রানে উইলিয়াম ও’রোর্কর বলে বোল্ড হন তিনি। পরের ব্যাটাররা কেউ সুবিধা করতে পারেননি। চতুর্থ দিনের শেষের দিকে ৪৬২ রানে গুঁড়িয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং উইলিয়াম ও’রোর্ক নিয়েছেন ৩টি করে উইকেট। আর এজাজ প্যাটেল পেয়েছেন ২টি উইকেট।

রোববার ম্যাচের শেষ দিনে ব্যাঙ্গালুরুর ভাঙা পিচে কিউইদের জয়টা খুব সহজ হবে না। কারণ, ভারতের রয়েছে দুর্দান্ত বোলিং লাইন-আপ। ২০০৪ সালে ১০৭ রান টার্গেট দিয়ে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল ভারত।

আরটিভি/এসএপি/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
বাংলাদেশ সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
টের পাবেন কত ধানে কত চাল, ভারতকে গয়েশ্বর
ঢাকা টু আখাউড়া লংমার্চ: ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান