দায়িত্ব নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখালেন টাইগার কোচ
চন্ডিকা হাথুরুসিংহেকে অনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে সরিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। এরই মধ্যে তিনি ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (১৯ অক্টোবর) প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখালেন সিমন্স।
টাইগার কোচ বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ আমার জন্য একটি ভালো দিক। আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে, যার প্রস্তুতি নিতে হবে। আমরা যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে যেতে পারব।
তিনি জানান, তার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। তার সামনে যে স্কোয়াড আছে, তাদেরকে প্রথম টেস্টর জন্য প্রস্তুত করা। গত দুই দিনে ক্রিকেটাররা দুর্দান্ত ছিল, তারা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে ক্রিকেটে মনোযোগ দিতে চান তিনি।
সাকিব প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, সাকিবের উচিত সবকিছু এড়িয়ে ক্রিকেটে ফেরা। এটা একটা বাইরের ব্যাপার। সব মনোযোগ ক্রিকেটে নিশ্চিত করা আগামী কয়েক দিন আমাদের কাজের একটা বড় অংশ। আমরা কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব সেটিই আমি ছেলেদের নজরে রাখতে চাই।
সিমন্স বলেন, দেড় সপ্তাহ আগে বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলাম। আগে তো চাকরি পাইনি, কীভাবে বলব এখানে অনুভূতির ভিন্নতা কতটুকু? দুর্ভাগ্যবশত তখন আমি চাকরিটা পাইনি।
বাংলাদেশের কোচ বলেন, আন্তর্জাতিক কোচের প্রতিটি চাকরিই হট সিট। আমি মনে করি বাংলাদেশে কাজটা হয়তো একটু কঠিন হবে। আমার কাজ হলো ছেলেরা যাতে নিজের মতো খেলতে পারে, উপভোগ করে। খেলার জন্য তাদের প্রস্তুত করা।
প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি অনুষ্ঠিত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আরটিভি/এসএপি/এসএ
মন্তব্য করুন