ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে কিউই মেয়েরা।
শুক্রবার (১৮ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে দুর্দান্ত শুরু করে দুই কিউই ওপেনার। দুজনের ব্যাট থেকে আসে ৪৮ রান। ২৮ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন সুজি বেটস।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অ্যামেলিয়া কের। ১১ বলে ৭ রান করে আউট হন তিনি। ৩১ বলে ৩৩ রান করে তাকে সঙ্গ দেন ওপেনার জর্জিয়া প্লামার।
এরপর ব্রুক হ্যালিডে (১৮), সোফি ডিভাইন (১২), ম্যাডি গ্রিন (৩) এবং রোজমেরি মাইর ২ রানে আউট হলে ছন্দ হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত লিয়া তাহুহুর ৬ রান এবং ইসাবেলা গেজের অপরাজিত ২০ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ডিয়েন্ড্রা ডটিন। এ ছাড়াও আফি ফ্লেচার দুটি, কারিশমা রামহারক এবং আলিয়া অ্যালেইন নেন একটি করে উইকেট।
আরটিভি/এসআর/এসএ
মন্তব্য করুন