• ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১
logo

আকবরের ক্যামিওতে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ১৯:২৭
বাংলাদেশ
ছবি- বিসিবি

ওমানে অনুষ্ঠিত হওয়া ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে দুর্দান্ত এক জয় পেয়েছে টাইগাররা। হংকংকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত শুরু পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই জয়ের নায়ক অধিনায়ক আকবর আলী।

শুক্রবার (১৮ অক্টোবর) আল আমারাত স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ১৫০ রানের লক্ষ্য দেয় হংকং। জবাব দিতে নেমে ১০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। ২৪ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংস খেলেন আকবর।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। ১১ বলে ১১ রান করে মাঠ ছাড়েন ওপেনার জিশান আলম। ৫ রান করে তাকে সঙ্গে দেন সাইফ হাসানও। প্রথম ওভারে ছক্কা হাঁকানো পারভেজ হোসেন ইমনের ইনিংস থামে ২৮ রানে।

এরপর জুটি হয় তাওহীদ হৃদয় ও আকবর আলীর মধ্যে। হৃদয়কে দর্শক বানিয়ে অন্যপ্রান্তে ঝড় তুলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাতে ইয়াসিম মুরতাজার এক ওভারেই আসে ২১ রান। ওই ওভারে ২টি ছয় ও ২টি চার মারেন আকবর। তাদের ৫৪ রানের জুটির পর বিদায় নেন হৃদয়। ২২ বলে ২টি চার ও একটি ছয় হাঁকান তিনি।

দলীয় ১২৯ রানের মাথায় বিদায় নেন আকবর। ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান তিনি। বাকি কাজটা সারেন শামিম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি।

এর আগে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং। শুরুতে উইকেট হারালেও অধিনায়ক নিজাকাত খান হাল ধরেছিলেন বাবর হায়াতের সঙ্গে। তাকে ২৫ রানে ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন মাহফুজুর রহমান রাব্বি।

অন্যপ্রান্তে কেউ বিপদের কারণ হয়ে দাঁড়াতে না পারলেও বাবর হায়াত বাংলাদেশকে বেশ ভুগান। বিপদজনক হয়ে উঠা বাবরকে ফেরান রেজাউর রহমান রাজা। হংকং ব্যাটার ৬১ বলে ২ চার ও ৭ ছয়ে করেন ৮৫ রান। শেষদিকে ইহসান খান করেন ১৩ রান। তাতেহ স্কোর বোর্ডে উঠে ১৫০ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রিমন মন্ডল। এ ছাড়াও একটি করে উইকেট নেন আবু হায়দার, রাজা, রাকিবুল ও রাব্বি।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির হাত ধরেই বাংলাদেশে সংস্কার শুরু হয়েছিল: ফখরুল
১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা
সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা বাংলাদেশের
মহান বিজয় দিবস বাংলাদেশিদের জীবনে এক শ্রেষ্ঠ অর্জন: জি এম কাদের