• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ২১:৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি-এএফপি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে মাইটি অস্ট্রেলিয়া। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে অজি মেয়েরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৫ বলে ৩ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন গ্রেস হ্যারিস। ৯ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন জর্জিয়া ওয়েরহাম।

তবে তাহলিয়া ম্যাকগার্থকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার বেথ মুনি। ৩৩ বলে ২৭ রান করে ম্যাকগার্থ আউট হলে মুনিকে সঙ্গ দেন এলিশা পেরি। কিন্তু ফিফটি তুলতে পারেননি এই অজি ওপেনার। ৪২ বলে ৪৪ রান করে রান আউট হন মুনি।

শেষ দিকে ২৩ বলে ৩১ রান করে পেরি আউট হলে ফোব লিচফিন্ডের ৯ বলের অপরাজিত ১৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ ‍উইকেট হারিয়ে ১৩৪ রানের লড়াকু পুঁজি পায় অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন আয়াবোঙ্গা খাকা। এ ছাড়াও নঙ্কুলুলেকো ম্লাবা এবং ম্যারিজেন ক্যাপ নেন একটি করে উইকেট।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাজেলউডকে ফিরিয়ে গ্যাবা টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
সোহানের দুর্দান্ত কিপিংয়ে ১ রানের জয় পেল খুলনা
৪ হাজার ৭৭৪ কোটি টাকার এক বিরল গোলাপ
সিলেটের বিপক্ষে ঝড় তুললেন তামিম