• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

পাঁচ ওভারের ম্যাচে পাকিস্তানের ভাগ্য নির্ধারণ, যখন শুরু হবে খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ২৩:০৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি-এএফপি

বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এই ম্যাচের দৈর্ঘ্য কমে ৫ ওভারে নেমে এসেছে।

ম্যাচটি পরিত্যক্ত হলেও যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করবে। কিন্তু সে ক্ষেত্রে কপাল পুড়বে পাকিস্তানের। কারণ, এই ম্যাচে দিয়ে বাবর আজমদের ভাগ্য নির্ধারণ হবে।

এই ম্যাচে পাকিস্তান চায় আয়ারল্যান্ড জিতুক। তাহলেই কেবল সুপার এইটে ওঠার সুযোগ পারে বাবর-রিজওয়ানরা। পাকিস্তান চাই ম্যাচ পরিত্যক্ত না হোক।

এ ছাড়া আইসিসিও চায় না ম্যাচটি পরিত্যক্ত হক। কারণ, পাকিস্তানকে আগেই বাদ পড়লে অনেকটাই ক্ষতি হবে আইসিসির। আয়ও কমে যাবে।

তাই পাঁচ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে দুই দল। মোট ১০ ওভারেই নির্ধারণ হবে পাকিস্তানের সুপার এইটের ভাগ্য। বাংলাদেশ সময় রাত ১২টা ১৬ মিনিটে মাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপের সেরা একাদশে এক বাংলাদেশি
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৪
শেষ মুহূর্তের গোলে হার এড়াল বাংলাদেশ
বিশ্বকাপ সেরার একাদশে জায়গা পেলেন জ্যোতি