• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে যেমন থাকবে আবহাওয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ১৯:৩৯
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ (১৩ জুন) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেলে গ্রাউন্ডে, খেলা শুরু হবে রাত সাড়ে আটটায়।

প্রোটিয়াদের বিপক্ষে হারের ধাক্কা সামলে, দ্বিতীয় জয় তুলতে চায় টিম টাইগার্স। আর ডাচদের আকাঙ্ক্ষা অঘটনের মাধ্যমে ইতিহাস রচনা।

এদিকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় গড়াবে অলিখিত ফাইনাল হিসেবে বিবেচিত বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ। ওই সময়ে আকাশ মেঘলা থাকবে।

তবে আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, বৃষ্টির সম্ভাবনা কম। তবে রাতের বেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। সব মিলিয়ে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা কম। যা কিনা বাংলাদেশের জন্য স্বস্তির কারণ।

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক সাইট ‘অ্যাকুওয়েদার’ বলছে, আর্নোস ভ্যালে গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল ১০–১১টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বেশিক্ষণ স্থায়ী হবে না। এ ছাড়া সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ঘণ্টায় ৩৩ কিলোমিটার বেগে বাতাস বইবে। এতে উইকেট থেকে সুবিধা পেতে পারেন টাইগার পেসাররা।

এর আগে, সবশেষ ২০১৪ সালের সেপ্টেম্বরে কিংস্টনে খেলা হয়েছিল। কাকতালীয়ভাবে ওই ম্যাচও বাংলাদেশেরই ছিল। সেবার ওই ভেন্যুতে বিশ্বকাপের আয়োজকদের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। এবার প্রায় ১০ বছর পর সেখানে আন্তর্জাতিক ম্যাচ গড়াচ্ছে।

এদিকে আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের বিপক্ষে পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে চারবারের দেখায় তিনবারই জিতেছে লাল-সবুজেরা। সবশেষ ২০২২ বিশ্বমঞ্চে হোবার্টে ডাচদের হারিয়েছিল সাকিব-শান্তরা। এরপরও এই ম্যাচে অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডাচদের সঙ্গে ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিল সাকিব বাহিনী। হারের পর বেশ সমালোচনায় পড়েছিল টাইগাররা। ফের একবার বিশ্বমঞ্চে ভিন্ন ফরম্যাটে দেখা হচ্ছে দল দুটির। তাই ওয়ানডেতে লজ্জার হারের প্রতিশোধের প্রত্যাশাতেই থাকবে শান্ত বাহিনী।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য মাইলফলক
জয় ও মুশফিকের ব্যাটিংয়ে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
শান্তর বিদায়ে ছন্দপতন টাইগারদের
দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ