• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

সুপার এইটে চার দল, জমজমাট পয়েন্ট টেবিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ১৭:৫৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের আগ পর্যন্ত চলতি আসরে মোট ২৬টি ম্যাচ মাঠে গড়িয়েছে।

এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে শেষ আট নিশ্চিত করেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে তৃতীয় দল হিসেবে রোহিত-কোহলিরা এবং নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে নাম লেখায় ক্যারিবিয়ানরা।

এর আগে, ‘ডি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্টে সুপার এইটে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া।

অন্যদিকে নামিবিয়া এবং ওমানের আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি দল বিদায়ের অপেক্ষায় আছে।

এদিকে বিশ্বমঞ্চের অন্যতম ফেবারিট পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের শেষ আটে জায়গা পাওয়া নিয়েও শঙ্কা আছে। শ্রীলঙ্কাও আছে মহাবিপদে। বাংলাদেশ ও ডাচদের ম্যাচের যেকোনো ফলের পরই বিদায় নিশ্চিত হবে লঙ্কানদের।

চলতি আসরের নিয়মানুযায়ী, চারটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। একনজরে দেখে নেওয়া যাক, বিশ্বকাপের পয়েন্ট টেবিল...

‘এ’ গ্রুপ :

দেশ ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রানরেট
ভারত +১.১৩৭
যুক্তরাষ্ট্র +০.১২৭
পাকিস্তান +০.১৯১
কানাডা -০.৪৩৯
আয়ারল্যান্ড -১.৭১২

‘বি’ গ্রুপ :

দেশ ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রানরেট
স্কটল্যান্ড +২.১৬৪
অস্ট্রেলিয়া +৩.৫৮০
নামিবিয়া -২.০৯৮
ইংল্যান্ড -১.৮০০
ওমান -১.৬১৩


‘সি’ গ্রুপ :

দেশ ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রানরেট
আফগানিস্তান +৫.২২৫
ওয়েস্ট ইন্ডিজ +২.৫৯৬
উগান্ডা -৪.২১৭
পাপুয়া নিউগিনি -০.৪৩৪
নিউজিল্যান্ড -২.৪২৫

‘ডি’ গ্রুপ :

দেশ ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রানরেট
দক্ষিণ আফ্রিকা ০.৬০৪
বাংলাদেশ ০.০৭৫
নেদারল্যান্ডস ০.০২৪
নেপাল -০.৫৩৯
শ্রীলঙ্কা -০.৭৭৭

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য মাইলফলক
জয় ও মুশফিকের ব্যাটিংয়ে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
শান্তর বিদায়ে ছন্দপতন টাইগারদের
দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ