• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

প্রোটিয়াদের হারাতে তাসকিন-মোস্তাফিজকে যে পরামর্শ দিলেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১৮:২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি- বিসিবি

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও জয় পায়নি বাংলাদেশ। তবে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে সেই আক্ষেপ ঘুচাতে চায় টাইগাররা। এই ম্যাচ জয় পেতে টাইগারদের বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নিউইয়র্কের মন্থর উইকেটে টাইগারদের বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার। ক্রিকইনফোর সঙ্গে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় তামিম বলেন, অবশ্যই, আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে।

‘বিশেষ করে তাসকিনের চার ওভার এবং মোস্তাফিজ খুবই ‍গুরুত্বপূর্ণ। তারা (সাউথ আফ্রিকার ব্যাটার) হয়ত রান করেনি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপদজনক ব্যাটার। আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না, কারণ ডি কক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে।’

‘তাসকিন ভালো বোলিং করছে। সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে। অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে।’

একই অনুষ্ঠানে বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল। তিনি বলেন, তাসকিন এমন একজন যে কিনা গতিময় বোলিং করতে পারে। টেস্ট ম্যাচের মতো লেন্থ ধরে সে সঠিক জায়গায় বোলিং করে।

‘এই উইকেটে সে সহায়তা পাবে। আর ফিজ তো বিশ্বমানের একজন। তার বোলিংয়ে সব ধরনের স্কিল ও বৈচিত্র্য আছে। আমি নিশ্চিত সাউথ আফ্রিকার ব্যাটাররা তার বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না।’

অন্যদিকে ফিজকে নিয়েও বেশ আশাবাদী এই প্রোটিয়া কিংবদন্তি। তিনি আরও বলেন, সে খুবই অ্যাকুরেট এবং তাকে খেলা খানিকটা কঠিন। এই ধরনের উইকেটে যাদের ন্যাচারাল বৈচিত্র্য আছে তারা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে দারুণ কিছু হবে।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন জালাল ইউনুস
এলপিএল শেষে দেশে ফিরলেন ৪ ক্রিকেটার
আগামী ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন রোহিত-কোহলি
ফের তামিমের কোর্টে বল