• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১৭:২৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি- বিসিবি

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবারের লক্ষ্য প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয় তুলে নেওয়া। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ, ইনজুরি কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। টিম ম্যানেজমেন্টের সদস্যরা বাঁহাতি পেসারকে উৎসাহিত করেছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরিফুল খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়।

তবে শরিফুল ফিট থাকতে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, দক্ষিণ আফ্রিকার শুরু ডি কক এবং ডেভিড মিলার বাদে বাকি সবাই ডান হাতি ব্যাটার। সে ক্ষেত্রে এই ম্যাচে বাঁহাতি বোলাররা এই ম্যাচে বিশেষ ভূমিকা পালন করতে পারে।

শরিফুল একাদশে জায়গা পেলে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বল করেছেন তিনি। তবে দল এবং কন্ডিশন বিবেচনায় কপাল পুড়তে পারে সাকিবের।

এদিকে লঙ্কানদের বিপক্ষে শূন্য রানের রেকর্ড গড়ার পরও টাইগারদের একাদশে থাকতে পারেন সৌম্য সরকার। কারণ, নিউইয়র্কের মন্থর পিচে একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলায় উত্তম টাইগারদের জন্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/ শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ জুলাই)
সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে ভারত
ফাইনালে ওঠার মিশনে বাংলাদেশের মামুলি পুঁজি