ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তি
ভিন্নরূপে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শুরুটা করেছে সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বমঞ্চ রাঙিয়েছে রোহিতরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে যাত্রা বাবর আজমদের। ফলে সুপার এইটে উঠতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
রোববার (৯ জুন) রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে এই ম্যাচে নামার আগে স্বস্তিতে পাকিস্তান; এই ম্যাচ দিয়ে ফিরছেন চোটের কারণে আগের ম্যাচে খেলতে না পারা ইমাদ ওয়াসিম।
শনিবার এর আগে, ইংল্যান্ড সিরিজের অনুশীলনে সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েন অবসর ভেঙে ফেরা ইমাদ। পুরো ফিট না থাকায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হয়নি ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারের।ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কারস্টেন।
মন্তব্য করুন