• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

আফগানদের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৪, ১১:০৭
তাওহীদ হৃদয়
ছবি : সংগৃহীত

আরও একটি অঘটনের দেখা মিললো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে। একপেশে আধিপত্যে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান।

শনিবার (৮ জুন) প্রভিডেন্সে আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানেই থেমে যায় কিউইরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান জড়ো করে আফগানরা। ওপেনিংয়ে ১০৩ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান। তবে অর্ধশতকের কাছাকাছি গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইবরাহিম।

অন্যপ্রান্তে ৫৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস সাজান গুরবাজ। এ ছাড়া ১৩ বলে ২২ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ দিকে মিডল-অর্ডারের ব্যর্থতায় চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা।

কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিন অ্যালেনকে ফেরান ফজলহক ফারুকি। তৃতীয় ওভারে কনওয়েকেও প্যাভিলিয়নে পাঠান তিনি।

এরপর উইকেট মিছিলে যোগ দেন রশিদ খান, মোহাম্মদ নবিরাও। বিপরীতে প্রতিরোধ গড়তেই পারেননি গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি। ১৮ রানে ফিলিপস এবং ১২ রান হেনরি ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ১৫ দশমিক ২ ওভারেই গুটিয়ে যায় কিউইরা। এতে ৮৪ রানের রাজসিক জয় পায় আফগানরা।

চারটি করে উইকেট শিকার করেন ফারুকি ও রশিদ। এ ছাড়া দুটি উইকেট নেন রশিদ খান।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলপিএল শেষে দেশে ফিরলেন ৪ ক্রিকেটার
আগামী ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন রোহিত-কোহলি
বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যত টাকা পাচ্ছে পাকিস্তান