• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

হামজাকে নিয়ে বাফুফের মিথ্যাচার, কে সত্য বলছেন সালাউদ্দিন নাকি ইমরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১৭:২০
হামজা চৌধুরী
ছবি- সংগৃহীত

দেশের ফুটবলে এখন আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। তাকে নিয়ে কয়েক দিন আগেই আশার বাণী শুনিয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তবে ভিন্ন কথা বলছেন সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশের হয়ে নাকি খেলতে এখনও কোনো আগ্রহ দেখাননি লেস্টার সিটির এই ফুটবলার।

হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার। ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে খেলতে বাংলাদেশি পাসপোর্ট এর আবেদন করেছেন তিনি। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ইতোমধ্যেই গণমাধ্যমকে জানিয়েছেন এই তথ্য।

এছাড়া হামজার পাসপোর্ট করতে সব ধরনের যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিলও। পুরো দেশের ফুটবলে হামজা এখন আলোচিত বিষয়। অথচ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন উল্টো কথা।

বৃহস্পতিবার (৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পর তিনি বলেন, আমি বলি, আপনারা যারা সংবাদ করছেন হামজাকে নিয়ে, হামজা আমার কাছে কখনই বাংলাদেশের হয়ে খেলার কথা বলেননি।

‘এটা শুধুই সংবাদপত্র এবং টেলিভিশনের তৈরি একটা মিথ (রূপকথা)। তাকে এসে বলতে দেন সে খেলবে, কি করতে হয় করে দিব, সবদিকে।’

এ ছাড়াও বাফুফে সভাপতি জানিয়েছেন হামজা চাইলেই খেলতে পারবেন লাল-সবুজদের হয়ে। সেক্ষেত্রে তাকে সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে।

তিনি বলেন, হামজা যদি খেলতে আসে তাকে আমরা স্বাগত জানাব। যা চায় তাই দিবো। তবে সমস্যা হচ্ছে, হামজা কখনও এই কথা বলেনি আপনারা বলতেছেন সে বাংলাদেশের হয়ে খেলতে চায়।

তবে প্রশ্ন ওঠে হামজা ইস্যুতে কে সত্য বলছেন বাফুফে সভাপতি নাকি সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হামজা। নিজ দল লেস্টারকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লিগে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান ও বুশরা বিবিসহ ৯৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন ৮ মামলা
পাকিস্তানে ইমরানপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০ 
আরটিভিতে আজ (২৮ নভেম্বর) যা দেখবেন