• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

চমক রেখেই ইতালির ইউরো দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১৩:২০
ইউরো
ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান শিরোপা ধরে রাখার লক্ষ্যে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইতালি। চোটাক্রান্ত ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো বারেল্লাকে নিয়েই এই দল ঘোষণা করা হয়েছে।

তবে গত মঙ্গলবার (৪ জুন) তুরস্কের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে না খেলানোয় ইউরোর মূল দলে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে মূল দলে জায়গা পেয়েছেন ইন্টার মিলানের এই ফুটবলার। জুভেন্টাসের মিডফিল্ডার নিকোলো ফাগিওলিও দলে টিকে গেছেন।

এদিকে ইউরোর মূল মিশনে নামার আগে আরেকটি প্রীতি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী রোববার (৯ জুন) বসনিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে তারা।

এরপর ১৫ জুন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আলবেনিয়ার মোকাবিলা করবে লুসিয়ানো স্পালেত্তির দল। এবারের ইউরোতে ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্পেন ও ক্রোয়েশিয়া।

ইউরোর জন্য ইতালির চূড়ান্ত দল

গোলরক্ষক : জিয়ানলুইগি ডোনারুম্মা, অ্যালেক্স মেরেট, গুগলিয়েলমো ভিকারিও

ডিফেন্ডার : আলেসান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলেসান্দ্রো বুওঙ্গিওরিনো, রিকার্ডো ক্যালাফিওরি, আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো, মাত্তেও ডারমিয়ান, জিওভানি ডি লরেঞ্জো, ফেদেরিকো ডিমারকো, ফেদেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি

মিডফিল্ডার : নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্টান্তে, নিকোলো ফাগিওলি, মাইকেল ফোলোরুনশো, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, লরেঞ্জো পেলেগ্রিনি

ফরোয়ার্ড : ফেদেরিকো কিয়েসা, স্টেফান এল শারাওয়ি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা, মাতিয়া জাকাগনি

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোয় বর্ণবাদী আচরণের অভিযোগে সাত দেশকে শাস্তি উয়েফার
১০০ কোটি ইউরো রাজস্ব আয়ে রিয়ালের বিশ্বরেকর্ড
ইউরো সেরা একাদশে স্প্যানিশদের আধিপত্য
ইউরো চ্যাম্পিয়নদের বরণে স্পেনের রাস্তায় জনসমুদ্র