• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

বিশ্বকাপের উইকেট নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ০৯:২৩
শান্ত
ছবি- সংগৃহীত

প্রায় সপ্তাহ খানেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে। তবে এখনও মাঠে নামা হয়নি বাংলাদেশের। শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করবে টাইগাররা। বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এদিকে বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করতে লম্বা সময় পেয়েছিল লাল-সবুজেরা। তবে ঠিকমতো প্রস্তুতি হলো কিনা, তা নিয়েও নানান আলোচনা-সমালোচনা আছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে শান্তর ভাষ্য, ‘সবাই ভালোমতো প্রস্তুত। ফ্যাসিলিটিজ যতটাই ছিল, আমরা নেওয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই। এরপরও যতটা ভালো নেওয়া যায়, প্র্যাকটিসে থেকে, ততোটা নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, সবাই খুব ভালোমতোই প্রস্তুত আছে।’

লঙ্কানদের বিপক্ষে উইকেট কেমন হতে পারে প্রশ্নে শান্ত বলেন, ‘এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কিছু আছে। যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, স্কিল আছে; সেই স্কিলের ওপর বিশ্বাস করে খেললেই হবে।’

টাইগার দলপতি যোগ করেন, ‘এই কন্ডিশনে কীভাবে আমরা একটি ভালো শুরু পেতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা আগে ব্যাটিং করি। যদি বোলিং করি বোলারদের লক্ষ্য থাকবে আমরা কীভাবে দ্রুত উইকেট নিতে পারছি। কালকে যখন খেলাটা শুরু হবে, এগুলো দ্রুত মানিয়ে নিতে হবে। আমার মনে হয় না এই উইকেটটা নিয়ে চিন্তার কোনো কারণ আছে। যার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ।’

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে থাইল্যান্ড গেলেন শান্ত
আগামী ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন রোহিত-কোহলি
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের আহ্বান
রিশাদের টেস্ট খেলা নিয়ে যা বললেন শান্ত