• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের কাছে হারের পর যা বললেন বাবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ০৯:১৫
বাবর আজম
ছবি- সংগৃহীত

অঘটনের শিকার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করলো গত আসরের রানার্স-আপ পাকিস্তান। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে এ-গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে এমন পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম। তবে এমন দুর্দান্ত জয় ছিনিয়ে নেওয়ায় বিশ্বমঞ্চে অভিষিক্ত যুক্তরাষ্ট্রকে কৃতিত্বও দিয়েছেন তিনি।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বাবরের ভাষ্য, ‘আমি হতাশ। তিন (বোলিং, ফিল্ডিং, ব্যাটিং) বিভাগে, আমরা ভালো খেলিনি। আমরা এর চেয়ে ভালো ব্যাট করি। বোলিংয়ে প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে পারেনি। যেটা আমাদের চাপে ফেলেছিল। ১০ ওভার পর (বোলিংয়ে) আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা যেভাবে শেষ করেছে, সুপার ওভারে ম্যাচ জিতে নিয়েছে, কৃতিত্ব তাদের।’

তিনি যোগ করেন, ‘সে (আমির) খুবই অভিজ্ঞ বোলার। সে জানে, কীভাবে বল করতে হয়। ফিল্ডিং সেটআপ অনুযায়ী, আমাদের বল করার পরিকল্পনা ছিল। যুক্তরাষ্ট্র দারুণ ব্যাটিং করেছে। যখন উইকেটকিপারের কাছে বল যাচ্ছিল, তারা রান বের করে নিচ্ছিল। আমার মনে হয়, সুপার ওভারে সেটা ব্যাটারদের জন্য বাড়তি পাওয়া ছিল।’

দ্য গ্রিন ম্যানদের দলপতি যোগ করেন, ‘প্রথম ৬ ওভারে পেস বোলার কিছুটা সুবিধা পেয়েছিল। কিন্তু তারপর আমার মনে হয়নি উইকেট কঠিন ছিল। আমাদের পরিকল্পনা ছিল যতটা জুটি বড় করা যায়। আমি আর শাদাব যে জুটি গড়েছি, তাতে ম্যাচ আমাদের পক্ষে এসেছিল। কিন্তু পরপর আবার উইকেটের পতন, সেটা আমার মতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত ছিল। পেশাদার দল হিসেবে এমন দলের বিপক্ষে আপনাকে মিডল-অর্ডারে ভালো করতে হবে। এটা কোনো অজুহাত নয়। আমরা খারাপ খেলেছি।’

বাবর বলেন, ‘যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে আসবেন, অবশ্যই সেরা প্রস্তুতি নিয়ে আসেন। ছোট দল পেলে আপনি মানসিকভাবে কিছুটা হালকা অনুভব করতে পারেন। কিন্তু পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয়, তাহলে যে দলই হোক, ব্যর্থ হবেন। প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দল হিসেবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ম্যাচে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে তিন উইকেটের বিনিময় যুক্তরাষ্ট্রও সংগ্রহ করে ১৫৯ রান। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে। সেখানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৩ রান করে পাকিস্তান।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা 
পাকিস্তান সিরিজের আগে মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি
ভারতীয় দলকে পাকিস্তানে না পাঠানোর আহ্বান হরভজনের
বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদ-পাঞ্জাবে ১৪৪ ধারা জারি