• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

সব নাটকের অবসান, রিয়ালে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২৪, ১৪:৫৪
এমবাপ্পে
ছবি-এএফপি

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে।

সোমবার (৩ জুন) রিয়ালের বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বের অন্যতম মহাতারকাকে দলে ভিড়িয়ে রিয়াল তাদের দল শক্তিশালী করেছে। আগামী পাঁচ বছরের জন্য এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির সমঝোতা হয়েছে।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ বছর বয়সী এমবাপ্পে লিখেছেন, ‘স্বপ্নের দল রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি দারুণ খুশি ও গর্বিত। এই মুহূর্তে আমি কতটা উত্তেজিত, তা কেউই উপলব্ধি করতে পারবে না। মাদ্রিদে সবার সঙ্গে দেখার করার অপেক্ষা শেষ হচ্ছে না। অবিশ্বাস্য সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

বছরে ১৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে আগামী পাঁচ মৌসুম ক্লাবটির হয়ে খেলবেন ফরাসি এই ফরোয়ার্ড। এ ছাড়া সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৫০ মিলিয়ন ইউরো।

এর আগে, ২০১৭ সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। গেল মৌসুমে ফরাসি ক্লাবটির সঙ্গে ৭ বছরের চুক্তি শেষের ঘোষণা দেন কিলিয়ান এমবাপ্পে।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ যাত্রী আটক
এমবাপ্পের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
লা লিগায় টানা দুই ম্যাচে ব্যর্থ এমবাপ্পে, যা বললেন আনচেলত্তি
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে রুখে দিল মায়োর্কা