• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

সিরিজ রক্ষার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২৪, ২০:৩৫
বাংলাদেশ
ছবি- বিসিবি

যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হারের তিতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। তাই সিরিজ রক্ষা করতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে শান্ত বাহিনী।

বৃহস্পতিবার (২৩ মে) প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। গত ম্যাচে ব্যর্থ হওয়া লিটন দাসকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিম। এ ছাড়াও শেখ মাহেদীর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শ্যালকউইক, শায়ান জাহাঙ্গীর ও স্টিভেন টেইলর।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের
সন্তানের কাছে সত্যিকারের সুপার হিরো বাবা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ জুন)
ইসরায়েলি উগ্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা