• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে যা বললেন পাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২৪, ১৯:৫০
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ খেলতে আর মাত্র ৬ ঘণ্টা পরই দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এর আগে আলোচনায় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আইসিসিতে পাঠানো বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রথম পছন্দের তালিকায় থাকলেও ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সে হতাশ করেন তিনি। এতেই বাদ পড়েন তিনি।

বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। প্রধান কোচ ও অধিনায়কও বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। এবার এই অলরাউন্ডারের বাদ পড়া নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (১৫ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপনের ভাষ্য, ‘এখানে ইস্যুটা হচ্ছে এখানে সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে হুলুস্থুল কিছু হয়েছে, তা আমি মনে করি না।’

পাপন যোগ করেন, ‘আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরিফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন, তবে আমার কথায় কেউ প্রভাবিত হবে না।’

পেসার হাসানকে হঠাৎ দলে নেওয়ার বিষয়ে বিসিবি বসের মন্তব্য, ‘আমি বলছি, যদি কেউ চোটে পড়ে, সেক্ষেত্রে ওরা হাসান মাহমুদকে নিয়ে যাচ্ছে। আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে, যদি তেমন কোনো কন্ডিশন মনে হয়।’

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসার অপেক্ষায় দিন গুনছেন সাইফউদ্দিন ও রিশাদ
বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে যা বললেন সাইফউদ্দিন
‘শান্তর কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না’
সাকিব-মাহমুদউল্লাহর অবসর নিয়ে যা বললেন পাপন