• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুর্দান্ত বোলিংয়ে রাজস্থানকে অল্পতেই আটকালো চেন্নাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ১৭:৪৭
আইপিএল ২০২৪
ছবি- বিসিসিআই

চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করলেও প্লে-অফের টিকিট নিশ্চিত করতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস। নিজেদের ১৩তম ম্যাচে ঘরের মাঠে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই। এই ম্যাচে আগে ব্যাট করে ধোনিদের ১৪২ রানের লক্ষ্য দিয়েছে সাঞ্জু স্যামসনের দল।

রোববার (১২ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি রাজস্থানের দুই ওপেনার। ২১ বলে ২৪ রান করে যশস্বী জয়সওয়াল আউট হলে, ২৫ বলে ২১ রান করে তাকে সঙ্গ দেন জস বাটলার।

এদিন চেন্নাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ইনিংস লম্বা করতে পারেননি সাঞ্জু স্যামসনও। ১৯ বলে ১৫ রান করে আউট হন এই ভারতীয় ব্যাটার।

এরপর ধ্রুব জুড়েলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রিয়ান পরাগ। দুজনের ব্যাটে এগোতে থাকে রাজস্থান।

শেষ দিকে ধ্রুব জুড়েল ১৮ বলে ২৮ রান করে ক্যাচ আউট হলেও রিয়ান পরাগের ৩৫ বলের অপরাজিত ৪৭ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রানের লড়াকু পুঁজি পায় রাজস্থান।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সিমারজীত সিং। এ ছাড়াও তুষার দেশপান্ডে নেন দুই উইকেট।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৫০০
একনজরে দেখে নিন আইপিএলের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব
সাকিব-মোস্তাফিজকে দলে না নেওয়ায় আইপিএল বয়কটের দাবি ভক্তদের