• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

টানা ৪ জয়ের পর যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ২৩:৩৬
শান্ত
ছবি : সংগৃহীত

দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে রোডেশিয়ানদের ৫ রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

তবে দলের এমন জয়ের দিনেও ভয়ঙ্কর ব্যাটিং ধসের সাক্ষী হয়েছে হোম অব ক্রিকেট। আর ম্যাচ শেষে ব্যাটিং অর্ডারের এমন ধস নিয়েও হতাশার গল্প শুনিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (১০ মে) ম্যাচ শেষে শান্তর ভাষ্য, ‘হতাশাজনক (উইকেট দ্রুত হারিয়ে ফেলা), তামিম ও সৌম্য যেভাবে খেলেছে সেটা ইতিবাচক দিক। উইকেটের দিকটা বললে অবশ্যই সহজ ছিল না। আশা করি পরের ম্যাচে আমরা ভালো করব। ব্যাট হাতে শুরুটা ভালো ছিল, ভালো বোলিংও করেছি। পরের ম্যাচে আমাদের আরও ভালো ব্যাট করতে হবে।’

এদিকে সতীর্থদের বাজে ব্যাটিংয়ের দিনে বল হাতে চমক দেখিয়েছেন সাকিব-মোস্তাফিজ। তাই অভিজ্ঞ এই দুই বোলারের প্রশংসা করতে ভুলেননি শান্ত। তার মন্তব্য, ‘আমাদের পেসাররা দারুণ ছিল। সাকিব এবং মোস্তাফিজ দলে ফেরায় আমরা আরও আত্মবিশ্বাসী ছিলাম। আশা করছি, আমাদের ব্যাটাররা শিগগিরই রানে ফিরবেন।’

উল্লেখ্য, মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ তুলে বাংলাদেশ। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এতে ৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আগামী ১২ মে মিরপুর শের-ই বাংলায় সকাল ১০টায় মাঠে নামবে দল দুটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই: সাখাওয়াত হোসেন
ভারতকে শান্তিরক্ষী সহায়তা চাওয়ার পরামর্শ উপদেষ্টা আসিফের
মমতা ব্যানার্জীর বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: ফখরুল
বাংলাদেশ প্রসঙ্গে মমতার বক্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা