• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

শচীনের চেয়ে ভালো অধিনায়ক কোহলি: সৌরভ

স্পোর্টস ডেস্ক

  ২৪ নভেম্বর ২০১৭, ১৬:০৪

প্রায় পাঁচ বছর হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন টেন্ডুলকার। তবে সাম্প্রতিক সময়ে না খেলেও আলোচনায় চলে আসছেন তিনি। বিরাট কোহলি কিছু করলেই ক্রিকেট দেবতার সঙ্গে তুলনায় মেতে উঠছেন ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ তো ভারতীয় অধিনায়ককে তার চেয়েও এগিয়ে রাখছেন।

কিন্তু তাকে কারো কারো এগিয়ে রাখাকে নিতান্ত অবান্তর বলছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, ‘শচীনের থেকে কোহলিকে এগিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। তবে একটি জায়গায় লিটল মাস্টারের চেয়ে সে এগিয়ে। অধিনায়ক হিসেবে আমার সতীর্থর থেকে কিছুটা এগিয়ে ও।’

সম্প্রতি কলকাতায় ইন্ডিয়া টুডে আয়োজিত এক আলোচনা সভায় সস্ত্রীক হাজির হন সৌরভ। সেখানে নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হার না মানা সেঞ্চুরি তুলে নেন কোহলি। এতে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির হাফসেঞ্চুরি হয়ে গেছে (টেস্টে ১৮টি, ওয়ানডেতে ৩২টি)। মাত্র ২৯ বছর বয়সেই এ কীর্তি গড়লেন তিনি।

তারপর থেকেই অনেকে শচীনের চেয়ে কোহলিকে এগিয়ে রাখছেন। এ দলে রয়েছেন খোদ পাকিস্তান স্পিডস্টার শোয়েব আখতার। ভারতীয় অধিনায়ককে নিয়ে তার স্বপ্ন আকাশচুম্বী। তার মতে, বিরাট শচীনের রেকর্ড তো ভাঙবেন-ই, তাকে ছাড়িয়ে যাবেন। হাঁকাবেন ১২০ সেঞ্চুরি।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘শচীনের ১০০ সেঞ্চুরি ছুঁতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে কোহলিকে। মানছি, ও ৯ বছরেই ৫০ সেঞ্চুরি করে ফেলেছে। তবে যতটা সহজ ভাবা হচ্ছে, ততটা নয়। আমি তো এ বিতর্কে যেতেই চাই না।’

তবে অধিনায়ক হিসেবে ঠিকই রানমেশিনকে এগিয়ে রাখছেন দাদা, ‘ নেতৃত্বের দিক দিয়ে কোহলি শচীনের চেয়ে ভালো। মাঠে ও সবসময় সক্রিয় থাকে। প্রতিপক্ষের ওপর হামলে পড়তে সতীর্থদের তাতিয়ে দেয়। সবসময় জিততে চায়। জয় পেতে এমন মানসিকতা দরকার।’

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোহলিকে আটকানোর ছক কষছেন বাবর
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
X
Fresh