• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ভিসিটি গেম চেঞ্জার্স এসএ’র ফাইনালে বাংলাদেশের নারী ই-স্পোর্টস দল

আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৭
ছবি : সংগৃহীত

বিভিন্ন কোয়ালিফায়ারে দক্ষিণ এশিয়ার একাধিক দলকে হারিয়ে ভিসিটি গেম চেঞ্জার্স সাউথ এশিয়ার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ই-স্পোর্টস দল ‘টিম হেক্সাগন’।

আগামী ৬ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল শুরু হবে।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দলটি বলেছে, এটি একটি অসাধারণ অর্জন যা দলের দক্ষতা এবং দৃঢ়তা প্রদর্শন করে। টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখব।

টিম হেক্সাগনের সদস্যরা হলেন- তাসনিয়া নয়না, সাবরিনা ইসলাম, সিদরাতিল নুরান, জারিন সাইয়ারা, জান্নাতুল ফেরদৌস ও কায়ানাত কায়সার।

ভিসিটি গেম চেঞ্জার্স সাউথ এশিয়া টুর্নামেন্টটির আয়োজক নডউইন গেমিং। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, ভারত, ভুটান ও শ্রীলঙ্কার নারী দলগুলো অংশ নেয়।

মূলত ভিসিটি গেম চেঞ্জার্স এসএ প্রতিযোগিতাটি ভ্যালোর‍্যান্টের মূল ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপ ভ্যালোর‍্যান্ট চ্যাম্পিয়নশিপ ট্যুর (ভিসিটি) এর অংশ। এখান থেকে চ্যাম্পিয়ন নারী দল পরবর্তীতে ভ্যালোর‍্যান্ট গেম চেঞ্জার্স এর প্যাসিফিক ল্যানের জন্য জায়গা করে নেবে।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়