• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

 বাংলাদেশকে ফলোঅন না করানোর কারণ জানালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ২১:১২
বাংলাদেশ-শ্রীলঙ্কা
ছবি- বিসিবি

সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টেও সেই পথে হাঁটছে টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৩১ রান করলে বাংলাদেশ থামে ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে ১০২ তুলতেই ৬ উইকেট হারিয়েছে দলটি। সব মিলিয়ে এখন পর্যন্ত তাদের লিড ৪৫৫ রান।

সোমবার (১ এপ্রিল) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন পেস বোলিং কোচ দর্শনা গামাগে। এ সময় শ্রীলঙ্কা কত রান নিরাপদ মনে করছে এমন প্রশ্ন করেছে গামাগের কাছে। জবাবে তিনি বলেন, আমাদেরকে আরও ৫০-৬০ রান করতে হবে। তাহলে আমরা ভালো অবস্থানে পৌঁছাবো।

তিনি আরও বলেন, এই টেস্টে এখনও ছয় সেশন বাকি আছে। আমরা চতুর্থ দিনের প্রথম সেশনে যতটা সম্ভব রান করার চেষ্টা করবো। আমাদের সাড়ে চারশ’র বেশি রান জমা আছে। আরও ৫০ রান হলে আমাদের লিড পাঁচ শ’ ছাড়াবে।

‘আমরা যদি প্রথম সেশন ব্যাটিং করতে পারি তারপর তাদেরকে অলআউট করতে পাঁচ সেশন পাবো। পাশাপাশি পেসাররা পর্যাপ্ত বিশ্রামের সময় পাবে। যেন তারা যখন ফিরবে সতেজ হয়ে যেন ফেরে।’

বাংলাদেশকে ফলো অনের সুযোগ পেয়েও কেন করায়নি শ্রীলঙ্কা। এমন প্রশ্নের জবাবে গামাগে বলেন, মূল বিষয়টা হচ্ছে আমরা বোলারদের বিশ্রাম দিতে চেয়েছিলাম। কারণ, টেস্টের দুদিন এখনও বাকি রয়েছে। দ্বিতীয় ইনিংসে তাদের কীভাবে কাজে লাগাতে পারি আমাদের ভাবনাতেই ছিল তা।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ জুলাই)
সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা 
পাকিস্তান সিরিজের আগে মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি