• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

‘এখনও জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২৪, ২০:২৮
ডেভিড হেম্প
ছবি- বিসিবি

চট্টগ্রাম টেস্টে ক্যাচ মিসের মিছিল শুরু করেছে টাইগাররা। যার সুযোগ নিয়ে ৫৩১ রানের বিশাল পুঁজি পেয়েছে লঙ্কানরা। এখনও প্রথম ইনিংসে ৪৭৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তবুও এই ম্যাচে জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

রোববার (৩১ মার্চ) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগার ব্যাটিং কোচ। এ সময় ম্যাচের ভবিষ্যৎ কী দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও জয়ের ব্যাপারে ভাবছি। এটা হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে, যেহেতু আমরা এখনও ৪৮০ রান পিছিয়ে আছি। মূল ব্যাপার হবে কালকে কীভাবে আমরা সামলাচ্ছি। যদি আমরা সেটা ভালোভাবে করতে পারি, এরপর দেখতে হবে এর পরদিন কীভাবে সামলাই।

‘যদি আমরা সেটা করতে পারি, ব্যাটিংয়ের দিক থেকে, আপনি জানেন না কী হবে। প্রথম ইনিংস শুরুতে, আমাদের নিশ্চিত করতে হবে কাল তিনটা সেশনে ভালো ব্যাট করছি।’

শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও এখন ৫৫ রানে ১ উইকেট নেই স্বাগতিকদের।

নতুন বলে আউট হওয়া নিয়ে হেম্প বলেন, নতুন বলটা হুমকি।র খেলোয়াড়রা নতুন বলে অনেক অনুশীলন করে নেটে। এটা আসলে চলমান প্রস্তুতি। আপনি ঠিকঠাক জাজ করতে পারছেন কি না বলটা? আপনি কি রান করার সুযোগটা কাজে লাগাতে পারছেন?

‘পা সামনে এগোচ্ছে নাকি পেছনে যাচ্ছে? আপনি মাঠে নিজেকে ঠিকঠাক থাকতে পারছেন কি না? এটা আসলে আপনার নিয়মিত খেলাটাকে আরও বিকশিত করা। সবকিছুই আসলে তাদের পারফরম্যান্সের প্রতিচ্ছবি। এরপর তারা চাইবে তাদের খেলাটাকে এগিয়ে নিতে।’

তিনি আরও বলেন, তারা ভালো খেলোয়াড়। আসল ব্যাপার হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ও সিদ্ধান্ত নেওয়া। কোন বলটা আক্রমণ করবেন, কোনটা ঠেকিয়ে দেবেন- ডিফেন্ড করা বা ছেড়ে দেওয়া। দুনিয়ার ভালো দলগুলোর অনেক খেলোয়াড় থাকে যারা ভালো সিদ্ধান্ত নেয়। এজন্য আপনি এটা থেকে দূরে যেতে পারবেন না। আপনার বোলারকে চাপে রাখার চেষ্টা করতে হবে।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ জুলাই)
সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা 
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর