• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

জ্যোতির ফিফটিতে বাংলাদেশের ১২৬ রানের পুঁজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২৪, ১৩:৪৪
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

হতশ্রী ব্যাটিংয়ে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানার জ্যোতির ফিফটিতে অজি মেয়েদের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

রোববার (৩১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৬৩ বলে দলীয় সর্বোচ্চ অপরাজিত ৬২ রান করেছেন জ্যোতি।

ব্যাট করতে নেমে বাজে শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন দিলারা। এরপর ব্যাট করতে নেমে ফেরেন সুবহানা মোস্তারিও। ৮ বল খেলেও রানের খাতা খোলা হয়নি টপ-অর্ডার এই ব্যাটারের।

দলীয় ২ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে মুর্শিদা খাতুনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন জ্যোতি। চার নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন টাইগ্রেস দলপতি। ৫৭ বলে দেখা পেয়েছেন ব্যক্তিগত অর্ধশতকের। শেষ পর্যন্ত ৬৩ বলে ৬২ রানে অপরাজিত থেকেছেন জ্যোতি।

এ ছাড়া ২৭ বলে ২০ রান করেন মুর্শিদা। শেষ দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ২১ বলে ২৭ রান করেন ফাহিমা খাতুন। এতে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারিস অলিম্পিকে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার অস্ট্রেলিয়ান তরুণী
আগামী ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন রোহিত-কোহলি
নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া
অবসরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা