• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২৪, ২২:২৯
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
ছবি- বিসিবি

ঘরের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। যেখানে শুরুটা একদমই ভালো হয়নি টাইগ্রেসদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। এবার টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।

রোববার (৩১ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে দুই দলের।

ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে স্বাগতিকরা কতটা আধিপত্য বজায় রাখতে পারবে সেটাই এখন দেখা বিষয়।

টি-টোয়েন্টিতে মাইটি অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নও তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের নিজেদের হেক্সা মিশন সফল করেছে এলিস পেরিরা। তাই টি-টোয়েন্টি সিরিজটাও যে টাইগ্রেসদের জন্য কঠিন হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে সম্প্রতি জ্যোতি-নাহিদাদেরও বেশকিছু ভালো স্মৃতি রয়েছে। সেগুলোকেই আত্মবিশ্বাস হিসেবে নিতে চায় টাইগ্রেসরা। গত বছর ঘরের মাঠে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে চমক দেখিয়ে ছিল টাইগ্রেসরা। যদিও ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়েছিল। তবে সব মিলিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ গুলোতে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ।

তাই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে করা ভুলগুলো দ্বিতীয়বার করতে চায় না নাহিদা-মারুফারা। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে ভালো কিছু করার প্রত্যাশা বাংলাদেশের।


মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি বাড়ায় ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি আহত
X
Fresh