• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

দুর্দান্ত ঢাকাকে দশ উইকেটে উড়িয়ে দিলো খুলনা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৯ জানুয়ারি ২০২৪, ২১:৩৪
বিপিএল ২০২৪
ছবি- সংগৃহীত

বিপিএলের দশম আসরের শুরুটা দুর্দান্ত করেছে খুলনা টাইগার্স। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে এনামুল হক বিজয়ের দল। নিজেদের চতুর্থ ম্যাচে দুর্দান্ত ঢাকাকে রীতিমতো বিধ্বস্ত করেছে খুলনা। রাজধানীর দলটিকে দশ উইকেটে উড়িয়ে দিয়েছে খুলনা।

সোমবার (২৯ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনাকে ১৩১ রানের লক্ষ্য দেয় দুর্দান্ত ঢাকা। জবাব দিতে নেমে ৩২ বল এবং দশ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। এতে টানা চার ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা।

ঢাকার দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইভেন লুইস। তবে পেটের ডান পাশে টান লাগায় রি-টাইট হার্ট হয়ে মাঠ ছাড়েন লুইস। ১৩ বলে ২৬ রান করেন এই ক্যারিবীয় ব্যাটার।

এরপর আফিফকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিজয়। ৩৭ বলে নিজের ফিফটি তুলেন নেন এই ডান হাতি ব্যাটার। অন্যদিকে ব্যাট চালাতে থাকেন আফিফও। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে ছুটতে থাকে খুলনা।

শেষ পর্যন্ত আফিফ হোসেনের ২৭ বলের ৩৭ রান। এবং এনামুল হক বিজয়ের ৪৭ বলে অপরাজিত ৫৭ রানের ভর করে ৩২ বল এবং দশ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। এতে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল ঢাকা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন ও সেনাপ্রাঙ্গণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কর্ণিয়ার কারণেই ঢাকাতে জ্যাম!
ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ
বসতবা‌ড়ি‌তে বিস্ফোরণ, আহত স্কুলছাত্রীর ঢাকায় মৃত্যু
X
Fresh