• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের প্রথম পছন্দ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ জুন ২০২৩, ০৫:০৭

জাতীয় ফুটবল দলের কোচ পদে তিতের উত্তরসূরি হিসেবে এখনও ব্রাজিলের এক নম্বর পছন্দ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, এমনটাই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রড্রিগুয়েস।

২০২২ সালে কাতার বিশ্বকাপের পর কোচের পদ থেকে সড়ে দাঁড়ান তিতে। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে সেলেসাওরা। ব্রাজিলের জোরালো আগ্রহ সত্ত্বে আনচেলত্তি বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকার ইচ্ছা পোষণ করেছেন।

এবারের মৌসুমে বার্সেলোনার কাছে লা লিগা ও ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেলেও রিয়াল মাদ্রিদকে কোপা ডেল রে'র শিরোপা উপহার দিয়েছেন আনচেলত্তি।

রড্রিগুয়েস বলেছেন, আনচেলত্তি এমন একজন কোচ, যার মধ্যে নতুন নতুন প্রতিভা খেলানোর লক্ষ্য ও সাহস রয়েছে। অন্য কোনো কোচের প্রতি আমি অশ্রদ্ধা করছি না। ব্রাজিলেও অনেক কোচ রয়েছে, যাদের প্রতি নজড় রয়েছে। এই পদের জন্য তারাও যোগ্য। কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে, এর সঙ্গে আনচেলত্তির ভিশন পুরোপুরি মিলে যায়।

রড্রিগুয়েস জানিয়েছেন, তিনি আনচেলত্তির চুক্তির পরিস্থিতি বুঝতে পারছেন। কিন্তু আনচেলত্তিও যে ব্রাজিল জাতীয় দলের ব্যাপারে আগ্রহী সেটাও রড্রিগুয়েস জানেন।

রড্রিগুয়েস বলেন, আমি যদি তার জায়গায় থাকতাম এবং আমার চুক্তি নিয়ে জোড় করা হতো, তবে আমি হয়তো দ্বিতীয় কোনো চিন্তা করতাম। আমি জানি ব্রাজিল জাতীয় দলের প্রতি তার মনোযোগ আছে। অনেক খেলোয়াড়ের সঙ্গে আনচেলত্তি আগে থেকেই পরিচিত, যারা এখনও জাতীয় দলে খেলছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতীয় দলের কোচ নিয়োগের ব্যাপারে আশাবাদী রড্রিগুয়েস। এর মধ্যে অনূর্ধ্ব-২০ দলের কোচ র‌্যামন মেনজেসকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিবিএফ।

আগামী ১৭ জুন গিনি ও ২০ জুন সেনেগালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য মেনজেস ইতোমধ্যেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।

সিবিএফ ব্রাজিলের স্থানীয় অন্যান্য কোচদের দিকেও নজর রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, পালমেইরার আবেল ফেরেইরা, ফ্লুমিনেন্সের ফার্নান্দো দিনিজ ও সাও পাওলোর ডোরিভাল জুনিয়র। শেষ পর্যন্ত আনচেলত্তিকে আনতে ব্যর্থ হলে এদের মধ্যে থেকেই কাউকে বেছে নিবে সিবিএফ।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ৯০, নিখোঁজ শতাধিক
ব্রাজিলে প্রবল বর্ষণে নিহত ৩৯, নিখোঁজ ৭০
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh