• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

‘পেড্রোর মুখে একাধিক চিড়’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুলাই ২০১৭, ২৩:৩৫

চেলসি ফরোয়ার্ড পেড্রোর মুখে একাধিক চিড় ধরা পড়েছে। জানালেন ক্লাব বস আন্তোনিও কন্তে।

গেলো শনিবার বেইজিংয়ে প্রাক মৌসুম ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয় চেলসি। ওই ম্যাচে একটি বল ক্লিয়ার করতে দু’মুষ্টি ছুঁড়ে মারেন গানার্স গোলরক্ষক ডেভিড ওসপিনা। তা মারাত্মকভাবে আঘাত করে পেড্রোর মুখে। এতে এ স্প্যানিয়ার্ডের মুখ রক্তে ভরে যায়। সঙ্গে সঙ্গে তাকে বেইজিং হাসপাতালে ভর্তি করা হয়।

বেইজিং হাসপাতাল এক রাত কাটান পেড্রো। তাতেও অবস্থার উন্নতি না হলে পরের দিনই তাকে লন্ডনে ফেরত পাঠানো হয়।

অবশ্য ওই ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে চেলসিই।

পরের ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ব্লুজরা। এর আগে কন্তে বললেন, প্রেড্রোর অবস্থা গুরুতর। আমরা যেমনটা আশা করেছিলাম, ঠিক তেমনটা নয়। তার মুখে একাধিক চিড় ধরা পড়েছে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। কমপক্ষে ১০ দিনের আগে সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই।

এত বড় দুর্ঘটনা ঘটে গেলেও এ নিয়ে ওসপিনার কোনো অনুশোচনা নেই। আর্সেনাল গোলরক্ষক বলেন, এতে আমার কোনো দোষ নেই। আমি একজন খেলোয়াড়। এটি একটি দুর্ঘটনা। ইচ্ছা করে এটি ঘটায়নি।

পেড্রো না থাকায় বায়ার্নের বিপক্ষে নামছেন নতুন চুক্তিতে ক্লাবে ভেড়া খেলোয়াড় আলভারো মোরাতা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh