• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন প্রতিযোগিতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ আগস্ট ২০১৬, ১৮:৩২

বন্যাকবলিতদের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে প্রাণ-আরএফএল আয়োজন করলো ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন’ প্রতিযোগিতা।

শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে (৩০০ ফুট) ৫ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা হয়।

এর উদ্বোধন করেন প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন, প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান, বিপণন প্রধান আতিকুর রহমান ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়েরসহ প্রায় ২ হাজার প্রতিযোগী ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিযোগীদের সমান সংখ্যক বোতল পানি বন্যাদুর্গতদের মাঝে সরবরাহ করা হবে।

মাশরাফি বলেন, বন্যাকবলিতদের সাহায্যের জন্য এটি একটি ভালো উদ্যোগ। মানুষকে সাহায্য করার এ প্রতিযোগিতায় সবার সম্পৃক্ততা দেখে ভালো লাগছে।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh