Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ৩ মাঘ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২১, ২০:১৬
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:২৬
discover

হঠাৎ নাচতে দেখা গেল রোহিতকে (ভিডিও)

হঠাৎ নাচতে দেখা গেল রোহিতকে
ফাইল ছবি

অভিষেক ম্যাচে শতরান। ২৬ নভেম্বর দিনটা ভুলতে পারবেন না শ্রেয়স আয়ার। কানপুরের গ্রিন পার্কে প্রথম টেস্ট খেলতে নেমে করা শতরানের উদযাপন যে বড় হবে তা বলাই বাহুল্য। ভারতের হয়ে অভিষেক ম্যাচে শতরান করা শেষ তিন ব্যাটারই মুম্বাই থেকে। রোহিত শর্মা, পৃথ্বী শ-এর পর মুম্বাইয়ের তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেক ম্যাচে শতরান করলেন শ্রেয়স। সেই রোহিত সঙ্গে শার্দূল ঠাকুরকে নিয়ে উৎসবে মাতলেন।

ইনস্টাগ্রামে রোহিত শর্মা একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের তিন ক্রিকেটার নাচছেন। মধ্যমণি অবশ্যই শ্রেয়স। ব্যাট হাতে তিনি যেমন সাবলীল, নাচেও তেমনই পারদর্শী। ভারতের তিন ক্রিকেটারের নাচ মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

রোহিতের স্ত্রী রিতিকা সেই নাচ দেখেন। মন্তব্যও করেন সেই নাচ নিয়ে। তিনি লেখেন, ‘লিটল টুইঙ্কল টোস’। তিন ক্রিকেটারের নাচের পা নিয়েই প্রশংসা করেন রিতিকা।

প্রথম দিনের শেষে ৭৫ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স। দ্বিতীয় দিন শতরান করেন তিনি। ১০৫ রানে শেষ হয় তার ইনিংস। রবীন্দ্র জাডেজার সঙ্গে ১২১ রানের জুটি গড়েন শ্রেয়স। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS