Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১৪:২৩
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪:৩৬

নাসুম নন, সেপ্টেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ লামিচানে

ছবি- আইসিসি

মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা প্লেয়ারের মনোনয়ন পেয়েছিলেন স্পিনার নাসুম আহমেদের। তবে চূড়ান্ত ফলাফল নাসুমের পক্ষে যায়নি।

সেপ্টেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। সোমবার দুপুরে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের নাম।

সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন নাসুম। সেই সুবাধে আইসিসির তালিকায় এসেছিল তার নাম।

এ ছাড়া গত মাসে ৬ ওয়ানডেতে ৭.৩৮ গড়ে সন্দ্বীপ লামিচানে নেন ১৮ উইকেট। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৬ উইকেট নেন মাত্র ১১ রান দিয়ে; যা নজর কেড়েছে সবার।

এ ছাড়া নাসুম ও লামিচানের সঙ্গে মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো ও দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করায় মনোনয়ন পেয়েছিলেন তিনি।

বিশ্বকাপ লিগ-২-এর খেলায় পাপুয়া নিউগিনির খেলেন অপরাজিত ১৭৩ রানের বিধ্বংসী ইনিংসটি।

এমআর/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS