• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

'সম্পর্কটা ভাষায় বোঝানো যাবে না'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৭, ১৬:৫৮

মা দিবসের বিশ্বের সব সন্তান তার মমতাময়ী মাকে নানাভাবে জানাচ্ছেন কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও শুভেচ্ছা। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ক্রিকেট তারকারা বেছে নিয়েছেন ফেসবুক। সেখানে তাদের মায়ের কথা বলেছেন তারা।

মাকে জানিয়েছেন বিনম্র ভালোবাসা। ত্রিদেশীয় সিরিজে শত ব্যস্ততার মাঝেও মাকে ঘিরে ক্রিকেটারদের ভাবনার শেষ নেই।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, 'আমি যে আজকে এতদূর আসতে পেরেছি এটার পেছনে আমার মায়ের অনেক বিরাট অবদান রয়েছে।

তিনি বলেন, 'আমাদের সম্পর্কটা ভাষায় বোঝানো যাবে না...মায়ের হাসিই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অনেক ভালোবাসি তোমাকে মা। সকল মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা।'

টি-টোয়েন্টের অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, 'মায়েদের কাজ এর কোনো শেষ নেই। মায়েরা কাজ করে, রান্না করে, বাজার করে, সেবা করে এবং আরও অনেক কিছু করে। কিন্তু এতো কিছুর পরও মায়েরা থেমে থাকেনা। তাই তো তারাই আসল অলরাউন্ডার! সব অলরাউন্ডার মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা।'

ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, 'প্রতিটি দিনই আমার জন্য মা দিবস। কারণ, পৃথিবীর সবকিছুর চেয়ে তার সাথেই বেশি জুড়ে থাকি। পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা।'

পেসার তাসকিন আহমেদ সুদূর আয়ারল্যান্ড থেকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'মা দিবসের শুভেচ্ছা আম্মাজান। অনেক মিস করছি আম্মু।'

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান অল্প কথাতেই প্রকাশ করেছেন মায়ের প্রতি আবেগ, 'মা তোমাকে অনেক ভালোবাসি।'

জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান লিখেছেন, 'আমি আজ যা কিছু তা সব তোমার জন্যই মা।'


এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh