• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

দুই ভারতীয় দর্শককে বের করে দেয়া হয়েছে মাঠ থেকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৫:০৬
ছবি- ক্রিকইনফো

সাউদাম্পটনের রোজ বোলে চলছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচটা ঘিরে যতটা উত্তেজনা ছিল, তাতে জ্বল ঢেকে দিয়েছে বৃষ্টি। তবে ম্যাচের ভাগ্য ঝুলে রয়েছে ষষ্ঠ দিন পর্যন্ত।

তাতে উত্তেজনাও বেড়েছে দর্শকদের মাঝে। সেটার একটা প্রমাণ বোধহয় গ্যালারি থেকে দুই ভারতীয় দর্শককে বের করে দেয়ার ঘটনা।

আইসিসি টুইট করে নিশ্চিত করেছে, ভারতীয় দুই সমর্থক গ্যালারীতে বসে বর্ণবিদ্বেষী মন্তব্য করছিল। এই ব্যপারটা চোখে পড়ে টিভিতে খেলা দেখা এক দর্শকের।

পঞ্চম দিনের খেলা চলাকালীন দুই দর্শক মাঠে বসে রস টেইলরকে বর্ণবিদ্বেষী মন্তব্য করছিলেন। আর সেটাই টিভি সেটের সামনে থেকে দেখে ফেলেন।

এমনটা দেখে আইসিসিকে ট্যাগ করে টুইতে লেখেন, "মাঠে কর্তব্যরত কেউ কী আছেন, যারা সমর্থকদের ব্যবহার খেয়াল করছেন? আমি দেখছি, রস টেইলরকে উদ্দেশ্য করে দুই সমর্থক বর্ণবিদ্বেষী আচর করছে।"

এমনটা দেখার পর আইসিসি সেটি খতিয়ে দেখে এবং সেটার প্রমাণ পায়। পরে ওই সমর্থককে পাল্টা টুইটে আইসিসি জানায়, আপনাকে জানাতে চাই, আমরা আপনার অভিযোগের প্রমাণ পেয়েছি এবং দুই ব্যক্তিকে মাঠ থেকে বের করে দিয়েছি। আপনাকে ধন্যবাদ। আমরা বিদ্বেষমূলক আচরণকে কখনোই সমর্থন করি না।"

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh