• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সাবেক প্রতিদ্বন্দ্বী এরিকসনের জন্য উদ্বিগ্ন ছিলেন জামাল

আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২১, ১৮:১৩
Christian Eriksen JAMAL BHUYAN, RTV ONLINE
জামাল ভুঁইয়া ও ক্রিস্টিয়ান এরিকসন

১৯৯০ সালের ডেনমার্কে জন্ম নেন জামাল। পৈতৃক নিবাস ময়মনসিংহে। ইউরোপে ফুটবলে হাতেখড়ি হলেও দেশের জার্সিতে খেলার ইচ্ছা ছিল তার। ড্যানিশ দল ব্রনবি আইএফ ও এফসি কোপেনহেগেনের জুনিয়র দলে খেলেছেন তিনি। সিনিয়র পর্যায়ে হেলেরুপ আইকে, বিকে আভারটা, আভেডরা আইএফের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনীতে নাম লেখান। বর্তমানে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ। ভারতীয় লিগে কলকাতা মোহামেডানের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

কিশোর বয়সে ডেনমার্কে জাতীয় দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসনের বিপক্ষে খেলা হয়েছে জামালের।

শনিবার রাতে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোর ম্যাচে চলাকালীন এরিকসন যখন হঠাৎ অজ্ঞান হন, তখন উদ্বিগ্ন হয়ে পড়েন জামাল।

মুর্হূতেই নিজ অফিসিয়াল টুইট পোস্টে ইন্টার মিলান তারকা এরিকসনের সুস্থতা কামনা করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

বাংলাদেশ দল বর্তমানে কাতারে অবস্থান করছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী মঙ্গলবার (১৫ জুন) ওমানের বিপক্ষে নামবে লাল-সবুজরা।

রোববার গণমাধ্যমে এক ভিডিও বার্তায় দিয়েছেন জামাল। এরিকসনের অবস্থা স্থিতিশীল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

‘আমি জানতাম না হার্ট অ্যাটাক হয়েছে তার। এরিকসন ও তার পরিবারের জন্য খুব খারাপ লাগছিল। আমি মনে করি পেশাদার/অপেশাদার সব ফুটবলারের তার জন্য দোয়া করেছেন।’

ছোট থেকেই প্রতিভাবান ছিলেন এরিকসন। স্বদেশী ক্লাব মিডলফার্ট ও ওদিনসে বোল্ডকুপে খেলেছেন। ড্রিবলিং ও ফ্রি কিক ছিল নজর কাড়া। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো দলে ট্রায়াল দিয়েছেন। যদিও ২০০৮ সালে ডাচ ক্লাব আয়াক্সের জুনিয়র দলে যোগ দেন। দুই বছর পর সিনিয়র পর্যায়ে অভিষেক হয় তার। ২০১৩ সাল থেকে টটেনহামের হয়ে খেলেছেন। গেল বছর যোগ দেন ইন্টারে। ডেনমার্কে জুনিয়র পর্যায়ে জামালের প্রতিপক্ষ হিসেবে এরিকসনকে পেয়েছিলেন।

তিনি বলেন, ‘আমি দুইবার তার বিপক্ষে খেলেছি। যখন বয়স ছিল ১৫/১৬। আমার কোচ বলেছিলেন, একটা ওয়ান্ডার কিডের (প্রতিভাবান শিশু) সঙ্গে খেলতে হবে। আমি তখন ভাবলাম, ওয়ান্ডার কিড আর কি করবে? আমরা ম্যাচের লিড নেই। হঠাৎ করে দুইটা গোল করেন তিনি। ম্যাচটা আমরা জিতে নেই। দ্বিতীয় ম্যাচে আমাদের বিপক্ষে আরও দুইটা গোল করেন তিনি। তখন থেকে মেনে নেই আসলেই তিনি ওয়ান্ডার কিড। ওই ঘটনার চার মাস পর আয়াক্স তাকে কিনে নেয়া।’

ইউরোর এই ম্যাচে ডেনমার্কের প্রতিপক্ষ ছিল ফিনল্যান্ড। এরিকসনকে হাসপাতালে নেয়ার পর আবারও শুরু হয় ম্যাচ। ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিশরা। ম্যাচটি নিয়ে জামাল আর ফিনল্যান্ডে জন্ম নেয়া বাংলাদেশ দলের সতীর্থ তারিক কাজীর মধ্যেও আলাদা একটি প্রতিদ্বন্দ্বিতা চলেছে।

তারিক কাজী বলেন, ‘জামাল ডেনমার্ক থেকে আর আমি ফিনল্যান্ড। দুই জনের মধ্যে দল সমর্থন নিয়ে একটু খুনসুটি হয়েছে। জামালকে বলেছিলাম ফিনল্যান্ড জিতবে। শেষ পর্যন্ত সেটাই হলো।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৫ বছর আগে ববির মতো মদের গ্লাস মাথায় নিয়ে নেচেছেন রেখা
ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত
জামালপুরে উল্টে গেল কয়লাভর্তি ট্রাক, নিহত ১
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল
X
Fresh